গোলাম রাব্বানী,পুঠিয়া, রাজশাহী:
পুঠিয়া উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস, সরকারি ভাতা সংক্রান্ত বিষয়ে দিলেন কঠিন হুঁশিয়ারি।
নানা সময়ে  সরকারি ভাতা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ উঠে। যেখানে দেখা যায় সুবিধাবঞ্চিতদের কার্ড করে দেওয়ার বিনিময়ে  কিছু সংখ্যক স্থানীয় নেতাকর্মী ও  জনপ্রতিনিধিরা অর্থ লেনদেন করে থাকেন।
আর এবার এ লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে পুঠিয়া উপজেলা প্রশাসন দিলো কঠিন হুঁশিয়ারি। সদ্য যোগদানকৃত পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস,পুঠিয়া উপজেলা’র সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে  বলেন,
সরকারের যেকোন ভাতা (যেমনঃ ভিজিডি, ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি, বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা প্রভৃতি) প্রদানের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদান কার্যক্রমে কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এই সেবাগুলো প্রান্তিক মানুষের কল্যাণার্থে বিনা মূল্যে প্রদান করছেন। তাই এসব সেবা সমূহের অর্থ লেনদেন কোনোভাবেই কাম্য নয়।
বিশেষ করে তিনি  বলেন, অধিকন্তু মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন, গৃহহীন পরিবারের পুনর্বাসনের নিমিত্তে উপকারভোগী নির্বাচন ও গৃহ নির্মাণ কার্যক্রমে উপকারভোগীগণের  থেকে  যাতে  কোনো প্রকার আর্থিক লেনদেন করা না হয়। এই গৃহ নির্মাণ কাজ সম্পূর্ণভাবে সরকারি খরচে হবে।  দালাল চক্রদেরকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, কোনো দালালচক্র আর্থিক সুবিধা নিতে চাইলে উপজেলা প্রশাসনকে প্রমাণকসহ অবহিত করুন। তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
পরিশেষে তিনি বলেন, পুঠিয়া উপজেলায় সকল আইন পরিপন্থী ও নৈতিকতা বিরোধী কাজে উপজেলা প্রশাসনের থাকবে কঠিন নজরদারি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে