গোলাম রাব্বানী,পুঠিয়া, রাজশাহী:
পুঠিয়ায় কোভিট-১৯ এর দ্বিতীয় ধাপের প্রতিরোধের লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার সকালে পুঠিয়া বাজারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস এর নেতৃত্বে এ সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক পরিধান না করায় আর্থিকভাবে স্বাবলম্বী ১২ জনকে ২১০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রুমানা আফরোজ এবং অফিসার ইনচার্জ, পুঠিয়া থানা জনাব মোঃ রেজাউল ইসলাম।