গোলাম রাব্বানী, পুঠিয়া, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন নাছু ও রওশান আলীর স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় ২৫ জন বীর মুক্তিযোদ্ধাদের কে সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার বিকেল ৩ টার দিকে পুঠিয়া উপজেলা সদরে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহীম সরকার ও এবিএম শাখাওয়াত হোসেন বাশার এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস আলী, মোঃ মইনুদ্দিন আহম্মেদ ও মোঃ আঃ কাদের, পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী সাঈদ হোসেন দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ আইয়ুব রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সরকার বলেন, দীর্ঘ নয় মাস যারা অক্লান্ত পরিশ্রম করে এই দেশ স্বাধীন করেছেন সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজ রাষ্ট্রীয়ভাবে ছাড়া কোন সম্মাননা করা হয় না বললেই চলে। এধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেননা তারা শুধু রাষ্ট্রের নয় তারা আমাদের সকলের সম্পদ। তাই তাদেরকে তাদের যথাযথ সম্মান আমাদের দিতে হবে।
এ সময় তিনি আগত বীর মুক্তিযোদ্ধাদের কে ফুল দিয়ে স্বাগত জানান এবং ভবিষ্যতে এরকম বিশেষ দিনে তাদেরকে নিয়ে এরকম আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।