গোলাম রাব্বানী, পুঠিয়া,রাজশাহী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কেটে উৎসবমুখর পরিবেশে জন্মদিন পালন করলো পুঠিয়া উপজেলা ছাত্রলীগ।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হক মাসুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিবুর রহমান (মিঠু), সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিউপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ইমেল, ছাত্রলীগ নেতা (হাদিদ) সহ উপজেলা ও জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে