গোলাম রাব্বানী, পুঠিয়া,রাজশাহী:
‘মুজিববর্ষের মূলমন্ত্র—কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় পুঠিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মোঃ আবুল কালাম সাহিদ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাইী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র রবিউল ইসলাম, এ্যাড. জমসেদ আলী, আ`লীগ নেতা মনিরুল ইসলাম তাজুল, থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসমত আলী প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।