মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিত আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগনের সাথে প্রমোশন অব রাইটস অব এথনিক মাইনোরিটি এন্ড দলিত ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) প্রকল্প মতবিনিময় সভা করেছে।
শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার পৌর শহরে অবস্থিত ইকোপাঠশালায় ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অগানাইজেশন “(ইএসডিও)”র আয়োজনে ও হেকস্ ইপার সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন নসরতে খোদা রানা, বুলবুল আহম্মেদ, তারেক হেসেন, দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, দীপেন রায়, প্রবীন সাংবাদিক আব্দুর রহমান, মামুনুর রশিদ মিন্টু , এ এইচ লিটন ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সমন্বয়ক কাজী সেরাজুস সালেকিন, প্রকল্প এডভোকেশী ম্যানেজার আমিনুল হক, ম্যানেজার ওয়ালিউর রহমান, আদিবাসীদের প্রতিনিধি মাইকেল বাস্কে, ভিমসেন মার্ডি প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক,সহ সভাপতি এন এন রানা, প্রেসক্লাব পীরগঞ্জ সম্পাদক জাকির হোসেন, যুগ্ন সম্পাদক সবুজ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আবু তারেক বাঁধন, থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আদিবাদীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন , বর্তমান সরকার আদিবাসীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দিলেও বর্তমানে সরকারের বিভিন্ন প্রণোদনা, সহযোগীতা ও উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে পীরগঞ্জ উপজেলার আদিবাসীরা ।