মোঃ আইনুল হক , পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখা কর্তৃপক্ষ শনিবার দুপুর ১২টায় পৌর শহরের প্রাণ কেন্দ্রে মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নিজস্ব জমিতে মার্কেট ও সমিতির আধুনিক কার্যালয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জ শাখায়, সাধারণ সম্পাদক ও শিক্ষক বান্ধব নেতা মোঃ আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন, স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক নেতা ইদ্রিস আলী মাষ্টার, মডেল প্রাইমারী স্কুল সহকারী শিক্ষক আব্দুল ওহাব, সহকারী শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান নুরনবী চঞ্চল প্রমুখ।

দীর্ঘদিন পর শহরের মূল্যবান জমিতে মার্কেট নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সকল কে এলাকার সুশীল সমাজ অভিনন্দন জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে