মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায় শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে ৪৮০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা একরামুল হক, নির্বাহী অফিসার রেজাউল করিম,পীরগঞ্জ থানার ওসি প্রদীব কুমার রায়,উপজেলা সহকারী ভূমি তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, প্রেস ক্লাবের, সাধারণ সম্পাদক এন কে রানা, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর ফাইদুল ইসলাম,পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির,সভাপতি মজিবর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, জানিয়েছেন প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৭’শ ৫৫টি ঘর দেয়া হবে।