আন্তর্জাতিক ডেস্ক:

পারমাণবিক অস্ত্রে ‘অজেয় শক্তি’ অজর্নের ঘোষণা করেছে উত্তর কোরিয়া।

দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এর অধীনে থাকা অবস্থায় দেশটিকে কেউ অবহেলা বা আক্রমণ করার সাহস করবেনা বলে দাবি তার।

আজ (রোববার) দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এতথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সোমবার কোরিয়ান পিপলস রেভল্যুশনারি আর্মি প্রতিষ্ঠার ৯০তম বার্ষিকী উপলক্ষে, সামরিক ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশা করছেন, ওইদিন সামরিক ছুটির দিনে কুচকাওয়াজ ও অন্যান্য অস্ত্র প্রদর্শন করবে দেশটি।

নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর একর পর এক স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর প্রথমবারের মতো দেশটি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা  শুরু করতে পারে বলে আশংকা করছেন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে