নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনার সংক্রমণ রোধে আগামী পহেলা জুলাই থেকে সাতদিনের বিধিনিষেধ কঠোরভাবে পালনে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৮শে জুন) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এবার কোন শিথিলতা মেনে নেয়া হবে না, কোন মুভমেন্ট পাসও থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে অংশ গ্রহনে এই বৈঠকে করোনা সংক্রমন রোধে সরকারের নেয়া সিদ্ধান্ত কঠোর ভাবে কার্যকর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে এক ব্রিফিং এ তথ্য জানান।

করোনার সংক্রমণ মোকাবেলায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি বিজিবি ও সেনাসদ্যরা মাঠে থাকবেন বলেও জানিয়েছেন মন্ত্রি পরিষদ সচিব। তিনি বলেন, জরুরী সেবা ছাড়া কেউ বাসার বাইরে যেতে পারবে না।

মন্ত্রিসভার বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ও মহাসড়ক আইনের খসড়ার অনুমোদ দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে