Dhaka ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পহেলগামে হামলাকারীদের খোঁজে শ্রীলঙ্কায় ফ্লাইটে তল্লাশি

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১৬ Time View

পহেলগামে হামলার সঙ্গে সন্দেহভাজন জড়িতরা চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন বলে বার্তা দেয় ভারত। এরপর কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।

জানা গেছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ওই ফ্লাইটটিতে শনিবার (৩ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তল্লাশি চালানো হয়।

একজন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল যে ফ্লাইটটিতে পহেলগামের ঘটনায় জড়িত ছয়জন সন্দেহভাজন আছেন।

এরপর শ্রীলঙ্কার পুলিশ, বিমান বাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা ইউনিট যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। তাদের দাবি, বেআইনিভাবে আটক অন্তত ৫৬ জন পাকিস্তানিকে এই উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর।

শনিবার (৩ মে) সূত্রের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটির দাবি, আটক এসব পাকিস্তানি নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে বন্দি। তাদের হত্যা করে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা হিসেবে উপস্থাপন করার ছক কষা হচ্ছে।

সূত্রের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ও সীমান্তে আগ্রাসনকে যৌক্তিক প্রমাণ করতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

পহেলগামে হামলাকারীদের খোঁজে শ্রীলঙ্কায় ফ্লাইটে তল্লাশি

Update Time : ০১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

পহেলগামে হামলার সঙ্গে সন্দেহভাজন জড়িতরা চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন বলে বার্তা দেয় ভারত। এরপর কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।

জানা গেছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ওই ফ্লাইটটিতে শনিবার (৩ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তল্লাশি চালানো হয়।

একজন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল যে ফ্লাইটটিতে পহেলগামের ঘটনায় জড়িত ছয়জন সন্দেহভাজন আছেন।

এরপর শ্রীলঙ্কার পুলিশ, বিমান বাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা ইউনিট যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। তাদের দাবি, বেআইনিভাবে আটক অন্তত ৫৬ জন পাকিস্তানিকে এই উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর।

শনিবার (৩ মে) সূত্রের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটির দাবি, আটক এসব পাকিস্তানি নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে বন্দি। তাদের হত্যা করে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা হিসেবে উপস্থাপন করার ছক কষা হচ্ছে।

সূত্রের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ও সীমান্তে আগ্রাসনকে যৌক্তিক প্রমাণ করতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।