আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সামরিক অভ্যুত্থানের খবর পাওয়া গেছে। টেলিভিশনে সংক্ষিপ্ত বার্তায় বিদ্রোহী সেনারা সরকার ও সংবিধান বিলুপ্তির ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে ঘিরে রেখেছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, গিনির পতাকা গুটিয়ে সেনাবাহিনীর একজন কর্নেল বলছেন, নিজেদের ভাগ্য আমরা নিজের হাতে নিয়ে নিচ্ছি।
এর আগে গিনির রাজধানী কোনাক্রির প্রেসিডেন্ট প্যালেসে ব্যাপক গুলির শব্দ শোনা যায়। তবে কারা এই গুলিবর্ষণ করেছে সেটা জানা যায়নি ।
গিনির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্রেসিডেন্ট প্যালেসে আক্রমণ করে। তবে সেই আক্রমণ প্রতিহত করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের পর গিনির ক্ষমতা দখল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।