মহীতোষ গায়েন, কলকাতা ব্যুরো প্রধান, সুপ্রভাত উত্তরবঙ্গ, কলকাতা:
পশ্চিমবঙ্গে পঞ্চম দফার শান্তিপূর্ণ ভোটেও দেখা গেল কার্তুজ,পাইপগান,বোমা,সন্ত্রাস, ভয় ও আতঙ্কের পরিবেশ।
১৭এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ৭৮.৩৬% গড় ভোট পড়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও আরিজ আফতাব।
তিনি এদিনের ভোটকে শান্তিপূর্ণ ভোট বলে আখ্যা দিয়েছেন। তৃনমূলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেন” কিছু জায়গায় বহিরাগতদের এনে গোলমাল পাকানোর চেষ্টা করে বিজেপি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই প্রথম শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছেন রাজ্যের মানুষ,এ যেন গণতন্ত্রের উৎসব।”
চাকদার রামজীবনপুরে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী কার্তুজ রাইফেল নিয়ে সন্ত্রাস চালায় বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। কৌশিক ভৌমিক নামে নির্দল প্রার্থী পাইপগান নিয়ে হামলা করে বলে জানা যায়। এদিন গয়েশপুর বিধানসভাতে মারামারি, বোমাবাজি, অবরোধ ও উত্তেজনা চরমে ওঠে। বিজেপি নেতার বাড়ির দরজা ভেঙে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কল্যানী বিধানসভার বিজেপি প্রার্থী অম্বিকা রায়ের দাবি, তৃণমূলের গুণ্ডাবাহিনী চারিদিকে বোমা ফাটায়। হরিণঘাটা বিধানসভার ২০৩ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সদস্য এক প্রতিবন্ধী ভোটারের হাত ভেঙে দিয়েছে বলে জানা যায়। এদিন সন্ত্রাস চালানোর আভিযোগে ১২৩ জন গ্রেপ্তার হয়েছে। ৫৬জন পর্যবেক্ষকের কাছ থেকে ২২৪১টি অভিযোগ জমা পড়েছে। এই হলো শান্তিপূর্ণ ভোটের বহর বলে সাধারণ মানুষ মনে করছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের টার্গেট ২০০ এর মধ্যে ইতিমধ্যে ১২৫টি আসন আমাদের হাতে চলে আসতে চলেছে।” অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা ফিরে আসছি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।