মহীতোষ গায়েন, কলকাতা ব্যুরো প্রধান :
পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গড়ছে তৃণমূল কংগ্রেস।তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরও চার রাজ্য- আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোটের ফল ঘোষণা আজ। কিন্তু পশ্চিমবাংলার মতো নজরে নেই কেউ। পড়শি আসাম তো বটেই, দক্ষিণের কেরালা, পুদুচেরিও তাকিয়ে নীলবাড়ির লড়াইয়ের চূড়ান্ত ফল জানার জন্য।
আরও সহজ করলে— গোটা ভারত জানতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হবেন? নাকি বাংলার মানুষ রাজ্য তুলে দেবেন নরেন্দ্র মোদীর হাতে। মমতার ‘পরিবর্তন’-এর ১০ বছর পর কি এবার বিজেপি-র ‘আসল পরিবর্তন’? না কি ২০০ আসন জেতার রণহুঙ্কার দিয়েও শেষ পর্যন্ত মমতার কাছে গোল খাবেন মোদী-শাহ?
অবশেষে সকল জল্পনা-কল্পনার সমাপ্তি ঘটলো, আবারও তৃতীয়বারের মতো মূখ্য মন্ত্রী হচ্ছেন শুধু পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেত্রী নয় যিনি সমগ্র ভারতবর্ষ তথা সারাবিশ্বব্যাপি জনপ্রিয়তা অর্জন করেছেন তাঁর সততা, ন্যায়পরায়নতা, বিচক্ষণতা, মানবতার ফেরিওয়ালা দিয়ে যার মধ্যে বিন্দুমাত্র অহংকার, লোভ, লালসা নেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃণমূল কংগ্রেস ২১২ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। নরেন্দ্র মোদির বিজেপি পেয়েছে ৭৮ টি আসন, মোর্চা – ১টি এবং অন্যান্য দল পেয়েছে ১ টি আসন।