রাজীব দত্ত, কলকাতা :

আজ ১৭ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। আজ সমগ্র রাজ্যজুড়ে ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলেছে সকাল সাতটা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

যে সমস্ত বিধানসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলেছে সেগুলি হল – ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, ফুলবাড়ী, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম,কিশানগঞ্জ, চাকদহ কল্যাণী, হরিণঘাটা, পানিহাটি, কামারহাটি, বড়নগর, দমদম, রাজাহাট নিউটাউন, বিধান নগর রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না ,জামালপুর, মন্তেশ্বর, কালনা, উত্তর বর্ধমান। প্রভৃতি কেন্দ্রগুলো কেন্দ্র বাহিনী পর্যবেক্ষণে ভোটদান পর্ব সম্পন্ন হয়। তবুও কোথাও বিক্ষিপ্ত ছোটখাটো গন্ডগোল হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । তার মধ্যে বিশেষভাবে বিধান নগর অন্তর্গত সল্টলেক এবং এছাড়া অন্যান্য কিছু এলাকায় সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল সংযুক্ত মোর্চা তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে। তবে সেভাবে কোনো হতাহত বা বিশেষ উত্তেজনার ঘটনা ঘটেনি।

করোনা পরিস্থিতি সামাল দিতে প্রত্যেক ভোটদান কেন্দ্রের বুথগুলোতে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস। নানান ধরনের কমবেশি নানা রকম অভিযোগ উঠে এলেও সুষ্ঠুভাবেই পঞ্চম দফার ভোট দান পর্ব সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য মোট আটটি পর্বে ভোটগ্রহণ চলবে তারমধ্যে আজ পঞ্চম পর্ব সম্পন্ন হলো। বাকি তিনটি পর্ব ভোট গ্রহণ শেষে একসাথে ২রা মে ফলাফল ঘোষণা করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে