মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক, পশ্চিমবঙ্গ :

পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ে WBCUPA আয়োজিত ইফতার দাওয়াতে শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত‍্য বসুর উজ্জ্বল উপস্থিতি:গড়ে উঠলো শান্তি, মৈত্রী ও সম্প্রীতির বাতাবরণ।

২৮ এপ্রিল,আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক‍্যাম্পাসে  WBCUPA-র উদ্যোগে আয়োজিত ইফতার দাওয়াতের আমন্ত্রণে এসে ২ঘন্টারও অধিক সময়ে রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে আগত WBCUPA-র প্রায় দেড় শতাধিক অধ‍্যাপকের সঙ্গে পারস্পারিক মত বিনিময়, কুশল বিনিময়, সাংগঠনিক  আলাপ আলোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী  অধ‍্যাপক ব্রাত‍্য বসু।

WBCUPA -রাজ‍্য সভানেত্রী অধ‍্যাপিকা কৃষ্ণকলি বসু ,বিভিন্ন জেলার নেতৃত্ব ও অন‍্যান‍্য সদস‍্যরা মাননীয় শিক্ষামন্ত্রীকে স্বাগত শুভেচ্ছা জানান।সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েবকুপার রাজ‍্য সভাপতি কৃষ্ণকলি বসু সহ আলিয়া বিশ্ববিদ্যালয় ওয়েবকুপা ইউনিট ও বিভিন্ন জেলা নেতৃত্ব।

আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত ওয়েবকুপার দেড় শতাধিক অধ্যাপক,আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্টার,বিভিন্ন অধ্যাপক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী,ছাত্র সংগঠনের নেতৃত্ব।প্রত‍্যেকেেই এই পবিত্র ইফতার দাওয়াতে অংশ নেন।

আজকের এই শূচিশুভ্র ইফতার দাওয়াত অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের শিক্ষাজগতে পারস্পারিক সম্প্রীতি,সমন্বয়,সৌহার্দ্য,মৈত্রী ও হার্দিক মেলবন্ধনের অন‍ন‍্য নজির হয়ে রইলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে