পরবর্তী সংবাদ সম্প্রীতির
মহীতোষ গায়েন
এইমাত্র খুন হয়ে গেল দুর্গা…
এইমাত্র খুন হয়ে গেল হিন্দু
এইমাত্র খুন হয়ে গেল মুসলিম,
দুপুর দুটোর সংবাদ স্থগিত।
এইমাত্র ধ্বংস হলো মন্দির…
এইমাত্র ধ্বংস হলো কোরান…
এইমাত্র ধ্বংস হলো গীতা…
এইমাত্র ধ্বংস হলো বাইবেল।
এইমাত্র খুন হয়ে গেল বিবেক,
এইমাত্র খুন হয়ে গেল মনুষ্যত্ব,
এইমাত্র জল্লাদ এসে শাসালো-
এইমাত্র শাসক এসে হুঙ্কার দিল…
চারিদিকে ভাঙচুর,আগুন জ্বলছে
দেশে,মন্দির পুড়ছে,মসজিদ পুড়ছে
প্রেম পুড়ছে,প্রতিজ্ঞা পুড়ছে,দাঙ্গার
আগুন ছড়াচ্ছে শিরা-উপশিরায়।
১৪৪ধারা জারি,সন্ত্রাসবাদীদের ধরতে
কড়া হুলিয়া,জাতির উদ্দেশ্যে রাষ্ট্রনেতার
ভাষণ,পুলিশ প্রশাসন তৎপর,মিডিয়ায়
টেলিকাস্ট,দুপুর দুটোর সংবাদ স্থগিত।
মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসছে যূথবদ্ধ মানুষ…
মন্দির ছেড়ে,মসজিদ ছেড়ে,গীর্জা ছেড়ে,মাংস
ছেড়ে,কন্ডোম ছেড়ে,ব্রা,প্যান্টি,মোমবাতি ছেড়ে,
ত্রিশূল ছেড়ে প্রতিবাদে সোচ্চার জ্বলন্ত মানুষ।
হিন্দুর কোলে মাথা রেখে ঘুমাচ্ছে মা,কোলে তার সন্তান,মুসলমানের কোলে মাথা রেখে ঘুমাচ্ছ মা,
কোলে তার সন্তান,সন্রাস নয়,শান্তি ও সম্প্রীতির
চুক্তি এবার আসন্ন,পরবর্তী সংবাদ রাত বারোটায়।