নিজস্ব প্রতিবেদক:

এ বছর পবিত্র হজ পালনের সুযোগ করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। এ বিষয়ে হজ গমনেচ্ছুদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর পবিত্র হজ পালনের সুযোগ দেওয়ার নামে প্রতারণার ঘটনা ধর্ম মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি অনভিপ্রেত এবং তা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকি বলে মনে করে মন্ত্রণালয়। ২০২১ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিদের এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করছে মন্ত্রণালয়।

পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে