রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পবায় ৪ বছরের শিশু ধর্ষণ হয়েছে। ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বুধবার ১৮ নভেম্বর সকাল ১০ টায় পবা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে পরিবার ও এলাকাবাসী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিসহ আসামীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
ঘটনার বরাতে জানা যায়, গত ১১ নভেম্বর ৪ বছরের শিশুকে চকলেট দেওয়ার কথা বলে আসামী মানিক তার নিজ বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশু তানিশা জান্নাত তানহা (৪) কাঁদতে কাঁদতে বাসায় আসে। পরিবারের লোক তাকে কাঁদার কারণ জানতে চাইলে সে ধর্ষনের বিষয়টি খুলে বলে।
তানহা পিতা শাহ আলম জানান, তাদের বাড়ির পূর্ব পাশে আসামি মানিকের বাড়ি। তার মেয়ে তানিশা জান্নাত তানহা(৪) খেলাধুলা করার জন্য করার জন্য প্রায় মানিকের বাড়িতে সময় যেত। গত ১১ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৪ টার দিকে খেলার করার জন্য বাড়ির বাইরে যায়। এরপর বিকাল ৫ টার দিকে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে আসে। জিজ্ঞাসা করলে তানহা বলে, মানিক ভাই আমাকে মিষ্টি চকলেট ও ফুল দেওয়ার কথা বলে তার শোয়ার ঘরে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে। এরপর শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা করা হয় বলেও জানান পিতা শাহ আলম। পরে শাহ আলমের স্ত্রী তানহার মা শাহানা খাতুন বাদি হয়ে শাহমুখদুম থানায় মানিককে আসামী করে মামলা দায়ে করেন। মানিক ভুগরোইল এলাকার আবুল বাশারের ছেলে। মামলা হওয়ার ১ সপ্তাহ হলেও এখন পর্যন্ত আসামী গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
এ বিষয়ে শাহমুখদুম থানার ওসি সাইফুল ইসলাম বলেন ঘটনা সত্য। এ বিষয়ে মামলা নিয়েছি। ঘটনার পর থেকে আসামী মানিক আত্নগোপনে আছে। পুলিশ তাকে আটকে হন্য হয়ে খুঁজছে। এখানে পুলিশের কোন প্রকার অবহেলা নাই। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামীকে আটক করা সম্ভব হবে।