নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতুর কাজ জুনের মধ্যেই শেষ হবে। নাম পরিবর্তন হবে না। কয়েকদিনের উদ্বোধনের দিনক্ষণসহ এ ব্যাপারে বিস্তারিত প্রধানমন্ত্রী জানাবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
বৃহস্পতিবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে তিনি জানান, বৈঠকে পদ্মাসেতু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯শে মে) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার সদস্যরা সরাসরি বৈঠকে অংশ নেন। নির্ধারিত ৯টি আলোচ্যসূচির বাইরেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দোকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান। বলেন, জুন মাসেই পদ্মা সেতুর কাজ শেষ হবে। তবে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী।
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমদানি-রপ্তানি এবং শুল্ক ও কর ব্যবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ ও বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ৫ লাখ টাকা জরিমানা ও অনধিক এক বছরের বিনাশ্রম কারাদন্ডের বিধান রেখে হাট ও বাজার আইন’ ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ভূমি উন্নয়ন কর’ ২০২২ ও ভূমি সংস্কার আইন ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।