মোঃ পাভেল ইসলাম বিশেষ প্রতিনিধি:
তিন টি পদে পদোন্নতি প্রাপ্ত হওয়া কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
আজ মঙ্গলবার (৪ মে ) আরএমপি সদরদপ্তরে সহকারি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত ৩ জন কর্মকর্তাকে র্যাঙ্ক-ব্যাচ (Rank Badge) পরিয়ে দেন তিনি।
অতি: পুলিশ কমিশনার পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, সহকারি পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পারভীন, সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা) ফারজিনা নাসরিন, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রাকিবুল ইসলাম।
এসময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।