কবিতাঃ পথ শিশু
— ফৌজিয়া আক্তার নাহিন

রাস্তা থেকে বলছি আমি ডেকে
কাঁপতে কাঁপতে জীবন যাচ্ছে চলে
কেউ কি নেই একটু আশ্রয় দেওয়ার,
বিধি কোন অপরাধে দিলেএই দুনিয়ায়।

আমি অসহায় আমি অনাথ
আমার নেই ঘর,
মা বাবা কেউ নেই আমার
আমি সবার পর।

রাস্তা ঘাটে পথে প্রান্তরে
কোথাও নেই সুখ,
বড় লোকের বড় বাড়ি গাড়ির
ভিড়ে পেলাম দুখ।

তোমরা সবাই থাকো কতো সুখে
আমরা থাকি রাস্তা ঘাটে দুঃখে,
ক্ষিদের জ্বালাই, জীবন চলে যায়
তোমাদের ফেলে দেওয়া খাওয়ার
খেয়ে জীবন বাঁচাতে চাই।

বর্ষা বৃষ্টিতে কোথাও নেই আশ্রয়
শীতের মধ্যে রাস্তায় রাত কাটাতে হয়,

মা বাবা যার নেই সেই হয় অসহায়
আমাদের তো কিছুই নেই আমরা তাহলে কি?

ভিক্ষার থালা হাতে যখন যায় রাস্তায়,
সবাই বলে মাফ করো তাহলে আমরা
কোথায় যায়?

দশতালা বিল্ডিং এর নিচেও
হয়না কেনো আমাদের ঠাঁই?
আল্লাহ চাইলে দিতে পারতো
আমার জায়গায় তোমায়।

দুঃখ কষ্ট বুকে নিয়ে আল্লাহর কাছে চাওয়া,
আমাদের মতো অসহায়দের যেন
সবাই করে মায়া।

যিনি আজ তোমাকে করিয়াছে ধনী,
তিমি আজ আমায় করিয়াছে ফকির।

বৃষ্টির পানি, কুয়াশার ফোঁটা,
সহে না আর প্রাণে,
কেন এতো কষ্ট দিয়ে পাঠাইলা দুনিয়াতে।

সবাই যদি দয়া করেন থাকি আমরা সুখে,
হাত পাতবোনা কারো কাছে থাকবো সুখে দুঃখে।
সবাই তাদের সব অধিকার পায়,
আমরা কেন পথ শিশু আমাদের কি নাগরিক অধিকার নাই?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে