পথের ক্লান্তি ভুলে
মহীতোষ গায়েন
সমস্ত আবেগ ছাইচাপা দিয়ে রেখেছি…
সব অভিমান মিশিয়ে দিয়েছি মহাশূন্যে,
আমার এখন আর কিছুতেই কিছু যায়
আসে না,একলা পথ চলতে শিখে গেছি।
আমার পিছনে কোন শক্তি নেই,সামনেও
কোনও শক্তি নেই,কোন পিছু টান নেই…
ভয় নেই,ভরসাও নেই,শুধুই অনন্ত বঞ্চনা!
শরীরের শাখা প্রশাখায় শান্তি সতেজতা।
সমস্ত প্রত্যাশা থেকে নিজেকে সরিয়েছি
সুকৌশলে,এখন আমার পথ চলতে কোন
ক্লান্তি নেই,একাই আকাশ দেখি,আকাশে
উড়ছে রঙীন মানুষ;মন নেই ডানা আছে।