♦ পণ ♦

শ্যামল বণিক অঞ্জন

করেছিতো পণ
দেখবো না স্বপণ
অসীম সুখের,
করবো না বীজ
আশার বপণ
উঠোনে বুকের।
তোমার রাশি রাশি
মিষ্টি জানি
নাহোক বাসী
এই অভিলাষী
থাকনা বেঁচে,
তোমার কিননে
নতুন শিহরণে
রঙিন ভ্রমরা
যাকনা নেচে!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে