সুকুমার বাবু দাস, জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের ৯ টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য খাস জমিতে সরকারি গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে ঘর পাবেন পঞ্চগড় উপজেলার প্রয় ২০৮ টি পরিবার। এতে করে মাথা গোঁজার ঠাই পাবেন এসব পরিবার। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইতি মধ্যে ঘর নির্মাণের কাজ প্রায় ৬০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সুযোগ্য  নির্বাহি অফিসার মোঃ আরিফ হোসেন। জানা গেছে, এসব আশ্রয়ন  জননেত্রী শেখ হাসিনার উপহার, এই স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়  ‘ক’  শ্রেণীর ভূমিহীন অর্থাৎ যাদের জমি নেই ঘর নেই তাদের পূর্নবাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে। সদর উপজেলার ৯ টি ইউনিয়নে ২০৮ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার  হিসেবে এই ঘরের সুবিধা পাবেন। ২ শতাংশ খাস জমিতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘরের সাথে বারান্দা, রান্নাঘর ও সংযুক্ত লেট্রিনসহ নির্মাণ কাজ করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভূমিহীন ও গৃহহীনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেখ হাসিনার উপহার পেতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে