মন্জু হোসেন,ব্যুরো প্রধান পঞ্চগড়:
পঞ্চগড় পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকারি কালেক্টরেট শিক্ষা নিকেতন ও তুলার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট দুইটি কেন্দ্রে জেলা নির্বাচন অফিসারের গাড়িসহ পোলিং এজেন্টদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ ডিসেস্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পৃথক এ ঘটনাগুলো ঘটে।জেলা নির্বাচন অফিসার আলমগীর জানান, পর্যবেক্ষণে গিয়ে হঠাৎ কালেক্টরেট স্কুলের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হই। এসময় গাড়ির পেছনের গ্লাসসহ গাড়িতে থাকা একজন পুলিশ সদস্য আহত হন।অন্যদিকে, তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে হঠাৎ করেই কেন্দ্রে দুর্বৃত্তরা প্রবেশ করে হামলাসহ টোলিং এজেন্টদের বাইরে থাকা পাঁচটি মোটরসাইকেল গাড়ি ভাঙচুর চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২ কেন্দ্রে মোতায়েন হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে অবস্থা স্বাভাবিক থাকলেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।