মনজু হোসেন,ব্যুরো প্রধান পঞ্চগড়:
পঞ্চগড় জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
১৩/০২/২০২০ শনিবার পঞ্চগড় রিপোর্টার্স ইউনিটিতে সাধারণ সভা আহ্বানের মধ্যদিয়ে ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটি- , সভাপতি হাসনাত মোঃ হামিদুর রহমান (দৈনিক আমার বার্তা) , সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা (দৈনিক লাখো কন্ঠ), সাংগঠনিক সম্পাদক সুকুমার বাবু দাস (দৈনিক তরুণ কন্ঠ) সহ তিন বছর মেয়াদের ২০সদস্য বিশিষ্ট পঞ্চগড় রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শেখ হায়দার (জি টিভি), সহ-সভাপতি মোঃ রাসেদুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), সহ-সাধারণ সম্পাদক মোঃ মনজু হোসেন (প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম (দৈনিক আইন বার্তা), দপ্তর সম্পাদক মোঃ মাহামুদুল ইসলাম জয় (পরিবর্তনের শপথ ), প্রচার সম্পাদক মোছাঃ রেশমা আক্তার (টাইমস বাংলাদেশ নিউজ ), আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী (দৈনিক মায়া বাজার), শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাদা সুমন (দৈনিক এই বাংলার খবর), এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হন মোঃ উমর ফারুক(দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ নাজমুল হক( ধ্রুব বানী), মোঃ দুলাল হোসেন( দৈনিক প্রথম খবর), মোঃ শেখ ফরিদ( দৈনিক নয়া দিগন্ত), মোঃ সৈনুল আাকাশ( তারুণ্য বিডি), মোঃ জুলহাস(দৈনিক সবুজ নিশান ), মোঃ রতন( দৈনিক আমার সংবাদ), মোঃ নয়ন(দৈনিক আখিরা), মোঃ সোহেল রানা (দৈনিক আজকের বসুন্ধরা)।
কমিটির সভাপতি হাসনাত মো: হামিদুর রহমান বলেন, পঞ্চগড় জেলা রিপোর্টার্স ইউনিটি গণমাধ্যম কর্মীদের একটি স্বাধীন সংগঠন, কারো প্রতিদ্বন্দী সংগঠন নয়। সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। জনস্বার্থ রক্ষায় আপোষহীন ভাবে কাজ করবে। রিপোর্টার্স ইউনিটি জেলার শোষিত, বঞ্চিত, ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করবে। সারা দেশে গণমাধ্যমকর্মীরা অধিকার বঞ্চিত ও নির্যাতনের শিকার হয়ে আসছে। অধিকার বঞ্চিত ও নির্যাতনের শিকার সংবাদকর্মীর কল্যাণের স্বার্থে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স, প্রিন্টিং ও অনলাইন মিডিয়ার , প্রতিনিধিগণকে নিয়ে ২০১৯ সালে রিপোর্টার্স ইউনিটি যাত্রা শুরু করে। এর পরে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকে,
ফুলের মালা ও তরা দিয়ে শুভেচ্ছা জানায় পঞ্চগড় জেলার সংবাদকর্মিরা।