নিজস্ব প্রতিবেদক :

পঞ্চগড় সদর উপজেলারশিশুকে লিচু খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পানিয়া (কামাল) (৪০) নামে এক যুবকে বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সোমবার বিকেলে এই মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে ওই যুবক পলাতক বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্ত কালাম পঞ্চগড় সদর উপজেলার সাহেবী যোত গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ওই গ্রামে গত ২৯ /৫/২০২১, দিনের বেলায় বাড়িতে একা পেয়ে পানিয়া (কামাল) ওই শিশু কে লিচু দিবে বলে ডেকে নিয়ে যায়। তার বাড়িতে লিচু গাছে নিচে সেখানে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে রক্ষক্ষরণ শুরু হলে শিশুকে ফেলে রেখে পানিয়া (কামাল) পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে জগদল বাজারে পল্লী চিকিৎসকের কাছে ওষুধ নিয়ে বাড়িতে নিয়ে যায় । একদিন বাড়িতে থাকার কারণে তার কোনো উন্নতি না হলে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিশু পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে ধামা-চাপা দেওয়ার চেষ্টার করেন। বিষয়টি ওই গ্রামের গ্রামপুলিশ মীমাংসা করে। দেওয়ার জন্য ধর্ষণকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ধর্ষিতার। পরিবারকে দেওয়ার চেষ্টা করে এ সময় ধর্ষিতার পরিবার টাকা না লিলে। সেই পুরো ৫০ হাজার টাকা আত্মসাৎ করে গ্রামপুলিশ করিম ও গ্রামের মাতবররা। পরে ৩১/৫/২০২১, সোমবার বিকেলে ওই শিশুর পিতা বাদী হয়ে পানিয়া (কামাল) কে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আকাছ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে