মনজু হোসেন ব্যুরো প্রধান পঞ্চগড় :

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ২৬ মার্চ সকাল ৬টায় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট ড: সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র ও পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ জেলা প্রেসক্লাব, পঞ্চগড়, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে