মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড় সদর উপজেলায় আলমগীর হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বকশীগছ এলাকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর সাতমেরা ইউনিয়নের পতিপাড়া এলাকার কাইম উদ্দীনের ছেলে। সে পেশায় একজন ভেন চালক। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয়রা রাস্তার পাশে বাঁশাঝাড় থেকে ওই যুবকেল লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে বেলা সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,আলমগীর হোসেন বয়স অনুমান ১৮ বছর সে একজন ভ্যান চালক গতকাল সন্ধ্য সাড়ে ৬টার দিকে দশ মাইল বাজার দুইজন যাত্রীসহ ভ্যনে নিয়ে রওনা দেয় রাত ১০টার দিক থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না আজ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে তার লাশ বকশিগছ এলাকায় রাস্তার পাশে করতোয়া নদীর পূর্ব পাশে এক বাশঝাড়ের ভিতরে তার লাশটা আমরা উদ্ধার করি এবং আইনগত ব্যাবস্থা চলচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে