মনজু হোসেন, ব্যুরো প্রধান পঞ্চগড়:
পঞ্চগড়ে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে উসমান গনি (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকালে উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের শিংপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত উসমান সদর ইউনিয়নের শুড়িভিটা এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দেবীগঞ্জ যাওয়ার সময় পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের শিংপাড়া (ওজন স্টেশন) এলাকায় তেঁতুলিয়াগামী একটি পিকআপ-পঞ্চগড়গামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এম্বুলেন্স আসে উদ্ধার করে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উসমান গনির মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমদ, সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।