মনজু হোসেন ব্যুরো প্রধান পঞ্চগড়:

রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন,পরবর্তী প্রজন্ম যেন আমাদের সঠিক ইতিহাস জানতে পারে এবং সঠিক ইতিহাস ধরে রাখতে পারে। আপনারা জানেন যে একজন প্রজন্মকে বিতর্কীত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নতুন করে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যা করার পর বাংলাদেশ স্বাধীনতা এবং ইতিহাস এটাকে বিকৃত করার চেষ্ঠা করা হচ্ছে। এবং দীর্ঘ প্রক্রিয়ায় স্বাধীনতা বিরধী শক্তি যারা বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতায় এসেছিলো তার আমাদের মুল স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার যে ইতিহাস এটাকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্ত তেরী করেছে। যে কারণে আজকে এই স্মৃতি গুলোকে বেশি বেশি করে স্বরণ করা প্রয়োজন হচ্ছে। এবং সেই শক্তি এখন সক্রিয় আছে।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে