মনজু হোসেন, ব্যুরো প্রধান পঞ্চগড়:

পঞ্চগড়ে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে করোনা টিকা কেন্দ্রে উপস্থিত থেকে দ্বিতীয় ডোজের করোনার টিকা নিয়ে এ কার্যক্রম শুরু হয়। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায় দ্বিতীয় ধাপে করোনার টিকা ২৪ হাজার ডোজ পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতাল কেন্দ্রে এসেছে, এই ডোজ থেকে ২৩ হাজার ৭০০ জনকে করোনা টিকা দেয়া হবে। দ্বিতীয় ডোজের টিকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কেন্দ্রের ৪ টি বুথে টিকা নিতে হাজির হয় টিকা গ্রহণ কারীরা।এসময় টিকা গ্রহণ করেন,পঞ্চগড় সিভিল সার্জন ডা : ফজলুর রহমান,পৌর মেয়র জাকিয়া খাতুন,পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমসহ অনেকে। পরে পর্যায়ক্রমে চিকিৎসক,নার্স,বিভিন্ন পেশার লোকজন ও গণমাধ্যমকর্মীরা টিকা গ্রহন করে। করোনার টিকা সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে এ টিকা দেয়া কার্যক্রম। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কেন্দ্রের ৪টি বুথে টিকা প্রদানের কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার প্রথম দিনে পঞ্চগড়ে ৮শ জন টিকা গ্রহণকারীর মোবাইলে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ম্যাসেজ দেয়া হয়েছে। আজ তারা টিকা গ্রহণ করলেন। যারা প্রথম ডোজ টিকা নেয়নি তারাও পর্যায়ক্রমে টিকা কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন বলেn জানিয়েছেন পঞ্চগড় হাসপাতালের কতৃপক্ষ। এদিকে সকাল ১১টায় রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এসে দ্বিতীয় ধাপের টিকা দেয়ার কেন্দ্র পরিদর্শন করেন। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায় জেলায় প্রথম ধাপে পঞ্চগড়ে ৪২ হাজার ৭১ জন করোনা টিকা গ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে