মন্জু হোসেন, ব্যুরো প্রধান পঞ্চগড় :
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করে। ফেতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান কৃষি মেলার স্টল ঘুরে দেখেন।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মতিন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন,পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার শাহ্ আলম, পঞ্চগড় সদর উপজেলা কৃষকলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমূখ। কৃষিমেলায় ২০ টি স্টল অংশ নেয়।