মনজু হোসেন, ব্যুরো প্রধান পঞ্চগড়ঃ

“করোনাকালে নারী নেতৃত্ব’ গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড়ে সাইকেল নিয়ে কিশোরীদের বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জামার্ন বিএম জেট এর সহযোগিতায় বেসরকারী সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি কিশোরীদে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে।

আজ সোমবার (৮ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাঘই পানিমাছ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে কিশোরীদের সাইকেল শোভার উদ্বোধন করেন, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসা কলিমুল্লাহ।

এসময় এমকেপি’র ফিল্ড অফিসার পারভিন বানু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান লিয়ন উপস্থিত ছিলেন।

কিশোরীদের সাইকেল শোভাযাত্রাটি মাঘই পানিমাছ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে ওই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

সাইকেল শোভাযাত্রায় মাঘই পানিমাছ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশ নেয়। সাইকেল শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে