মঞ্জু হোসেন, ব্যুরো প্রধান পঞ্চগড় :

পঞ্চগড়ে অবৈধভাবে সার গুদামজাত করার অপরাধে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মহিরউদ্দিন নামে এক খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে ট্রাকভর্তি ইউরিয়া সার মহিরউদ্দিনের গুদাম ঘরে আনলোড করার সময়, কৃষি সম্প্রসারণ অফিসার পঞ্চগড় সদরের আসাদুন্নবী ও রুবেল হুসেন আটক করে। পরে রাতে সহকারী কমিশনার (ভূমি) পঞ্চগড় সদর ও ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম, সার ব্যবস্থাপনা আইন ২০০৬, ১২ এর ১ ধারায় জরিমানা করে। পরে ট্রাকভর্তি ইউরিয়া সার আব্দুল হান্নান শেখ এর শালবাহান গুদামে পাঠানো হয়।

জানা গেছে, চট্টগ্রাম এর নবাব এন্ড কোম্পানিতে ৭ ‘শ বস্তা ইউরিয়া সার লোড হয়ে ঠাকুরগাঁও বাফার গুদামে আনলোড হওয়ার কথা থাকলেও সেখান থেকে দেয় পঞ্চগড়ের হান্নান শেখ ট্রেডার্স নামে এক ডিলারকে। তিনি তার গুদামে সার আনলোড না করে জগদল বাজারের খুচরা সার বিক্রেতা মহিরউদ্দিনের গুদামে আনলোড করার সময় আটক হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে