তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা:
কোভিড মোকাবিলায় সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেসরকারি সংস্থাও।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মণ্ড হারবার ১ নং ব্লকের পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালে কোভিড সুরক্ষায় অতিপ্রয়োজনীয় কিছু স্বাস্থ্য সামগ্রী প্রদানের আয়োজন করে কাঁকুড়া মশাট সোশাল ওয়েলফেয়ার সোসাইটি।
এই সামগ্রীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ৫০০ প্যাকেট স্যানিটাইজার, ৩২৬টা পিপিই কিট, ২০০০ এন-৯৫ মাস্ক, ১০০০ ত্রিস্তরীয় মাস্ক, ১৫০০ বাফন ক্যাপ, ৫০ টি বিছানার চাদর সহ আরো অনেক কিছু সামগ্রী।
কনসার্ন ইণ্ডিয়া ফাউন্ডেশন এবং এইচ এস বি সি এই দুই সংস্থার আর্থিক সহায়তায় সমগ্ৰ কর্মসূচি রূপায়িত হয়। ব্লক মেডিকেল অফিসার প্রবীর চট্টোপাধ্যায় সকলকে অভিনন্দন জানান। আয়োজক সংস্থার সম্পাদক সজল কান্তি কয়াল জানিয়েছেন, শুধু আজ নয়, গত একবছর ধরে ত্রাণসামগ্রী বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, সচেতনতা শিবির প্রভৃতি নানা কর্মসূচি রূপায়ণ করে আসছে।