সুকুমার বাবু দাস,জেলা প্রতিনিধি :
পঞ্চগড় কাঁচামাল আড়ৎ সড়কে কাঁচামালের ময়লার স্তুপ এর পানিতে স্লিপ করে সাংবাদিক সহ দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। এছাড়াও পঞ্চগড় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার একমাত্র সড়ক এটি কিন্তু কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীদের ময়লা আবর্জনা ওই সড়কটিতে ফেলার কারণে একদিকে যেমন বায়ু দূষণ হচ্ছে অন্যদিকে ঘটছে সড়ক দুর্ঘটনা। এই সড়ক দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করেন। এ নিয়ে এলাকার সচেতন মহল বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় ওই কাঁচামাল আড়ৎ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পঁচা ময়লা আবর্জনায় স্লিপে স্লিপ করে দুজন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়েছে তারা। এলাকা সূত্রে জানা যায় এই কাঁচামাল আড়ৎ সরানোর জন্য প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি যেই লাউ সেই কদু। পঞ্চগড় ব্যস্ততম এই সড়ক থেকে কাঁচামাল আড়ৎ না সরালে অদূর ভবিষ্যতে এলাকার জনগণ মানববন্ধন করবেন বলে জানান। তারা বলেন এই সড়ক দিয়ে আমাদের স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না। সব সময় সড়ক টিতে পচা দুর্গন্ধ সহ কাঁচামাল পরিবহন ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে জোট বেঁধে থাকে। তাই স্কুলের শিশুরা সহ সকল স্তরের মানুষের ভীষণভাবে অসুবিধায় পড়তে হয়। এলাকাবাসীরা আরো জানান এই কাঁচামাল আড়ৎ সরাতেই হবে তানাহলে আমরা আন্দোলনে নামবো।