নয়া বধূ
……. শাহরিন সুলতানা
আজি বাগানে ফুটেছে ফুল
গগনে পাখির আনাগোনা,
দিঘিতে পদ্ম ফুটেছে
দিগন্তে হারাতে নেই মানা।
সুরভীত বকুলে ছেয়ে গেছে মাটি
পায়রা বেঁধেছে দল চালে,
মাঠ ভরেছে ফসলের হাসিতে
দুলেছে বাতাসের তালে।
আজি দক্ষিনা হাওয়ায় কনকনে শীত
শর্ষেফুল ভেসে উড়ে,
নতুন বধূ ঘরে এসেছে
হাসি তার মন কারে।
চার হাত ঘোমটা তার
আলতা রক্তমাখা,
ঘরে বাহিরে ভীড় জমেছে
পেতে তার দেখা।