নিজস্ব প্রতিনিধি: আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকার বাড্ডায় অবস্থিত ন্যাশনাল কলেজ এর মূল ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব শহীদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকমণ্ডলী।
অধ্যক্ষ জনাব শহীদুল আলম বলেন, “বঙ্গমাতা বঙ্গবন্ধুকে সবসময় সহযোগিতা করেছেন এবং বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন তার অনুপস্থিতিতে বঙ্গমাতা সকল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন।” অনুষ্ঠানটি সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।