মোংলা প্রতিনিধি:

নৌ শ্রমিকদের ১৫ দফা দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন।

বৃহষ্পতিবার পৌরশহরতলীর মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন,বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সাধারণ সম্পাদক মামুন হাওলাদার বাদশা, সহ সভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু, প্রচার সম্পাদক বেল্লাল মাস্টার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নৌ শ্রমিকদের নানা ভোগান্তির কথা তুলে ধরেন।তারা বলেন বতর্মানে করোনা কালিন সময় শ্রমিকরা আজ চরম অভাবে জীবন কাটাচ্ছে।

এ সময় শতভাগ খাদ্য ভাতা প্রদান,নৌযান শ্রমিকদের নিয়োগপত্র চালু, সার্ভিস বুক প্রদাণ, সকল নদী বন্দরে নৌ শ্রমিকদের ট্রেনিং সেন্টার স্থাপন সহ ১৫ দফা দাবি তুলে ধরেন এবং আগামী ১৯ অক্টোবর মধ্যে তাদের দাবী মেনে না নিলে নৌযান শ্রমিকের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে