মোংলা প্রতিনিধি:
মোংলা বন্দরসহ সারা দেশের নদীপথে পণ্যবাহী নৌযানের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। সোমবার মধ্যরাত থেকে নৌ-শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছে তারা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. বাহারুল ইসলাম বাহার বলেন,তাদের ১১ দফা দাবি নিয়ে গতরাতে ঢাকায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে মালিক ও শ্রমিকদের বৈঠক হয়। কিন্তু তাতে কোন সুরাহ হয়নি। তাই গত রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত রয়েছে।কিন্তু যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতায় থাকছে না বলে জানান তিনি। এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান মোংলা বন্দরের পণ্যবোঝাই-খালাস কাজ স্বাভাবিক রাখতে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের উদ্যোগের কথা জানিয়েছেন।
তিনি বলেন কর্মবিরতি ফলে বন্দরের আউটারবারে জাহাজ গুলোর থেকে পন্য খালাস ও পরিবহন বন্ধ হয়ে যাবে। বিষয়টি দ্রুত সমাধান করা জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি। তিনি আশা করেন দ্রুততম সময়ের মধ্যে এটি সমাধান হয়ে যাবে।