বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শাহীন ইকবাল। রিয়ার এডমিরাল থেকে ভাইস এডমিরাল পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ শাহীন ইকবাল।
শনিবার (১৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ আবদুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৫ জুলাই থেকে তাকে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২০২৩ সনের ২৪ জুলাই পর্যন্ত তিন বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন তিনি।