নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে জেলা ছাত্রলীগ নেতার খাবার বিতরণ।
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন নোয়াখালী জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ- সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক।
৫ই জানুয়ারি (মঙ্গলবার) নোয়াখালী জেলা চৌমুহনী রেল স্টেশনে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
সুমন চন্দ্র ভৌমিক বলেন ” প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে থেকে কাজ করে এসেছে কল্যাণের জন্য, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের একটি ইউনিটের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তিনি সবসময় চেষ্টা করেন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার”।