নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার নোয়াখালী পৌরসভাধীন সোনাপুর রেল স্টেশন, চৌমুহনী রেল স্টেশন, ইসলামিয়া মোড়, সোনাপুর জিরো পয়েন্ট সহ আশের পাশের বিভিন্ন স্থানে ও ফুটাপাতে অবস্থানরত দরিদ্র, ভাসমান, সুবিধাবঞ্চিত ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার সদস্যরা।
১৮ই ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাতে প্রায় অর্ধশতাধিক দরিদ্র, ভাসমান, সুবিধাবঞ্চিত, পথশিশু, এতিম, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে সংগঠনটি।
এই সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠন তথা নবযাত্রার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্দ্র ভৌমিক। সুমন চন্দ্র ভৌমিক বলেন করোনা মহামারী পরিস্থিতিতে কনকনে শীতে প্রতিবারের ন্যায় এইবারও শীতার্ত মানুষের মুখে হাসি ফুটানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আরও উপস্থিত ছিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার অন্যান্য সদস্যদের মধ্যে অন্যতম শাহরিয়ার রাসেল, আরাফাত হোসেন ফরহাদ, সাইফুল ইসলাম সহ আরও প্রমুখ।