নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলার অন্তগর্ত হাতিয়া কটেজ সংলগ্ন নূরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রা কতৃক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে এবং প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কমসূচি পালিত হয়।
৫ই জুন (শনিবার) সকাল ১১ ঘটিকায় নূরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস কে কেন্দ্র করে ফুলজ, ফলজ বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করেন সংগঠনটি।
এই সময় বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নবযাত্রার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্দ্র ভৌমিক। তিনি বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নাই। বর্তমান মহামারি করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দূর্যোগ আমাদের কে সেই শিক্ষাই দিচ্ছে। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় কমপক্ষে তিনটি করে বৃক্ষ রোপন করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার অন্যান্য সদস্যদের মধ্যে অন্যতম নিজাম উদ্দিন হাবিব, ঈসমাইল হোসেন শিমুল, আমিরুল ইসলাম শান্ত, নূরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, স্ববনম ম্যাডাম সহ প্রসুখ।