নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলার নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কমসূচি অনুষ্ঠিত হয়।

২৪ জুন (বৃহঃবার) সকাল ১১ ঘটিকায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করেন সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সময় বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক। তিনি বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নাই। বর্তমান মহামারি করোনা পরিস্থিতি ও প্রাকৃতিক দূর্যোগ আমাদের কে সেই শিক্ষাই দিচ্ছে। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় কমপক্ষে তিনটি করে বৃক্ষ রোপন করতে হবে।

এছাড়াও বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি চয়ন চন্দ্র ভৌমিক, নির্বাহী সভাপতি সমর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সরকার, প্রচার সম্পাদক অজয় চন্দ্র শীল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক দাস, সমাজ কল্যাণ সম্পাদক অপু কুমার নাথ সহ জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে