বাগেরহাট প্রতিনিধি:
সাম্প্রতিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামে ঘটে যাওয়া গৃহবধূকে বিবস্ত্র করে মারপিট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে মোরেলগঞ্জে ‘মানব কল্যানে আমরা’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৫/১০/২০২০ ইং তারিখ সোমবার সকালে
উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও পরে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহন করে।শিক্ষার্থীরা মানববন্ধনে ধর্ষক নিধন লেখা সম্ভলিত বিভিন্ন ব্যানার,ফেসটুন নিয়ে অংশগ্রহন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা নোয়াখালীর বেগমগঞ্জ গৃহবধূকে বিবস্ত্র করে মারপিট এ রকম ন্যাকারজনক জঘন্যতম কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।