বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:

ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ডায়মণ্ড হারবার নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ৩রা জুলাই ডায়মণ্ড হারবারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

এই শিবিরে প্রায় ৫০জন যুবক-যুবতী রক্ত দান করেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ডায়মণ্ড হারবার হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায়এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেহরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক অশোক সাহা।


রক্ত দান শিবিরের পাশাপাশি ডঃ শ্যামাপ্রসাদের কর্মজীবনের নানা দিক সম্পর্কে বিভিন্ন ব্যক্তি আলোচনা করেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের যুবপ্রতিনিধি সুদীপ্ত কমাল ও সুমিত মাঝি, ব্লাড ব্যাংকের ব্যাসদেব সাহা, সমাজকর্মী মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে