রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীর বড়বন গ্রাম রায়পাড়ায় এক যুবককে ছুরিকাঘাত করে আহত করেছে স্থানীয় কিছু নেশাগ্রস্ত মাদকাসক্ত যুবক ।

আহত যুবককের নাম নাইম (২৩)। সে বড় বনগ্রাম রায়পাড়া এলাকার নওশাদের ছেলে। বর্তমানে সে রামেক হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার অবস্থা আশষ্কাজনক ।

প্রত্যাক্ষদোষীরা জানান, ২৩ অক্টোবর সন্ধ্যার ৭টার পর রায়পাড়া মোড়ে তিনজন যুবক নেশা করে মাতলামো করছিলো। এ সময় নাইম তাদের বাধাঁ দিতে গেলে পাশের ফল দোকান থেকে ছুরি নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয় তারা। স্থানীয়রা নাইমকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়।

নাইমের নিকট আত্নীয় জানান, এলাকার বখাটে যুবক আফালের ছেলে রাহিত (২২), সুজন (২৩) সহ অজ্ঞাত আরেকজন নাইমের পেটে ছুরি মারেন। তিনি আরও জানান, ঐ তিন যুবক নেশা করে মাতলামো করছিলো। বাধাঁ দিতেই নাইমকে ছুরি মারে তারা।

রামেক হাসপাতালের ইন্টার্নী ডাক্তার জানায়, এই মুহুত্বে নাইমের অপারেশন করা যাবে না, কারণ তার পালস পাওয়া যাচ্ছে না। তাকে প্রাথমিক অবজারভেশনে রাখা হয়েছে। পরে অবস্থার উন্নতি হলে ওটিতে নেওয়া হবে।

এ বিষয়ে শাহমুখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানান, রায়পাড়ার ঘটনা আমি অবগত, পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

আহত ১৭ নং ওয়ার্ড যুবদলের কর্মী রায়পাড়া নিবাসী নাইমকে দেখতে রামেক হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট । এ সময় আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা যুবদলের আহবায়ক বকুল ও শাহমুখদুম যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে